পিবিসিপি খাগড়াছড়ি জেলার একাংশের সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পিবিসিপি’র কেন্দ্রীয় সভাপতি আব্দুল মজিদ, খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি নজরুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক মো: আসাদ উল্লাহ, অপহৃত গৃহবধুর স্বামী নাজমুল হোসেন প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী সন্ত্রাসী গোষ্ঠীরা একের পর এক নীরহ মানুষদের জিম্মি করে গুম, খুন ও হত্যা করছে। পাহাড়ী মেয়ে ভালবেসে বাঙালী ছেলেকে বিয়ে করায় ইউপিডিএফ’র সন্ত্রাসীরা গত ৮ সেপ্টেম্বর মাটিরাঙার বাইল্যাছড়ি এলাকায় চলন্ত বাস থেকে স্বামীর সামনে অস্ত্র ঠেকিয়ে ফাতেমা বেগমকে নামিয়ে নিয়ে যায়। ঘটনার পাঁচদিন অতিবাহিত হলেও প্রশাসন এখনো ফাতেমা বেগমকে উদ্ধার কতে সক্ষম হয়নি।আগামী ৭২ ঘন্টার মধ্যে অক্ষত অবস্থায় যদি ফাতেমা বেগমকে উদ্ধারে ব্যর্থ হলে পার্বত্য চট্টগ্রামকে অচল করে দেয়ার হুশিঁয়ারী দেয়া হয়।