খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতির নিহত সদস্যের স্বজনদের মাঝে কল্যাণ তহবিলের অর্থ প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে সমিতির কার্যালয়ে মাসিক সভা শেষে নিহতদের সঞ্চিত কল্যাণ তহবিলের অর্থ প্রদান করা হয়।
সমিতির মাসিক সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লি: এর সভাপতি মনতোষ ধর। এসময় খাগড়াছড়ি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বপন সাহা, সাধারণ সম্পাদক সাধন বিকাশ দাশ, সড়ক পরিবহন চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইউনুছ মিয়া প্রমুখ।
মাসিক সভা শেষে সমিতির সদস্য চট্টগ্রামের হাটহাজারীর মদনহাটের মৃত আলী আহাম্মদ ছেলে মো: আলী, ফকিরহাটের মৃত রফিকুল ইসলামের স্ত্রী শামশুন নাহার ও মৃত রফিকুল ইসলামের স্বজনদের ২ লক্ষ টাকা করে কল্যাণ তহবিলের সঞ্চিত টাকা প্রদান করা হয়।