খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় এক শিশুকে(১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই শিশু মহালছড়ি উপজেলার গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার বিকেলে বিদ্যালয় থেকে ফেরার পথে দুলাল চৌধুরী পাড়া এলাকায় মো: সুফি(১৫) নামে এক বখাটে ওই শিশুকে ধর্ষণ করে বলে জানিয়েছে পুলিশ। মো: সুফি চৌধুরী টিলার সোভা মিয়ার ছেলে।
মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ওই শিশুকে মঙ্গলবার রাতেই খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খাগড়াছড়ি সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: ফয়েজুর রহমান জানান,মঙ্গলবার রাত ১০ টার দিকে হাসপাতালে শিশুটিকে ভর্তি করানো হয়েছে। বুধবার সকালে গাইনী বিভাগের ডাক্তাররা এসে দেখার পর বিস্তারিত বলা যাবে, বর্তমানে সেই মানসিক ভাবে বিপর্যস্ত।
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) যোবাইরুল হক জানান, ধর্ষণের অভিযোগে শিশুটির মা থানায় মো: সুফিকে আসামী করে মামলা দায়ের করেছে। অভিযুক্ত সুফিকে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে আটক করা হয়েছে। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে।