খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পাচারকালে ৪ মেট্টিক টন রাবারসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী।

আজ বুধবার (১সেপ্টেম্বর) সকালে জব্দকৃত রাবার সহ আটককৃতদের বন বিভাগের কাছে হস্তান্তর করেছে মাটিরাঙ্গা সেনা জোন। আটককৃতরা হলো আলমগীর হোসেন, জাহিদুর রহমান ও ইকবাল হোসেন।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গতরাতে মাটিরাঙ্গা সেনা জোনের সামনে একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ টন রাবারসহ ৩ জনকে আটক করে। পাচার কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ আটককৃতদের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।