খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণ
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ করা হচ্ছে।
আজ রোববার (১৯ এপ্রিল) ত্রাণ বিতরণ কার্যক্রমের ৬ষ্ঠ দিনে পানছড়ি উপজেলার হতদরিদ্র ১৬৫ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহ সভাপতি অধ্যক্ষ মো. আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম মাসুম রানা, যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মাসুদ ও সদস্য আসাদ উল্লাহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
পানছড়িসহ জেলার বিভিন্ন উপজেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ১২ শ গরীব দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,পার্বত্য চট্টগ্রামের বঞ্চিত সাধারণ পাহাড়ী বাঙ্গালীদের অধিকারের জন্য আমাদের কার্যক্রম। আমাদের সংগঠন হলেও মানুষের দুঃখের সময় সাধ্যমতো পাশে থাকার চেষ্টা রয়েছে। মহামারি এ দুর্যোগ যতদিন থাকবে ততদিনই গরীব দুস্থ মানুষদের জন্য কাজ করে যাবে নাগরিক পরিষদ।