খাগড়াছড়িতে পাহাড়ের খাদে মিলল মরদেহ

purabi burmese market

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ের গভীর খাদ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. আবুল বাশার (৩৭)। নিহত আবুল বাশার ওই এলাকার মো.শাহজাহান মিয়ার ছেলে।

আজ (২৮ মে) শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জেলার মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের বাংলা টিলা দূর্গম এলাকায় নিহতের নিজ বাড়ির পাশে পাহাড়ের গভীর খাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি কাঠমিস্ত্রি, তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক তিনি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালের দিকে পার্শ্ববর্তী খেদাছড়া বাজারে যান মো. আবুল বাশার। রাতে বাড়ি ফিরে না আসায় খোঁজাখুজির এক পর্যায়ে শুক্রবার সকালের দিকে স্থানীয়রা গভীর খাদে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। ঘটনার পর লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মো. খোরশেদ আলম বলেন, ঘটনার রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।