খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড় ধসে পড়ে যোগেন্দ্র চাকমা (৪০) নামে একজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় কয়েকদিনের অব্যাহত টানা বর্ষনের কারনে দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের উল্টাছড়ি গ্রামে পাহাড় ধসে এ ঘটনা ঘটে। নিহত যোগেন্দ্র চাকমা একই এলাকার শুভধন চাকমার ছেলে।
দীঘিনালার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ জানান, বিকেলে বাড়ির ভেতরে কাজ করার সময় পাহাড় ধসে পড়ে ঘটনাস্থলে যোগেন্দ্র চাকমা নিহত হয়।