খাগড়াছড়িতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

খাগড়াছড়ির পানছড়িতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৬জুন) বিকেলে পানছড়ির উল্টাছড়ি গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। নিহতরা হলো তৃষা ও আফরোজা। তারা দুইজন সম্পর্কে মামাতো ফুফাতো বোন।

NewsDetails_03

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, শনিবার বিকাল মো: সেলিমের তৃতীয় শ্রেনীতে পড়ুয়া মেয়ে তৃষা আক্তার ও আল আমিনের দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া মেয়ে আফেরোজা আক্তারসহ চার শিশু খেলতে খেলতে বাড়ীর পাশের পুকুরে নেমে পড়লে দুই শিশু ডুবে যায়। পরে তাদের উদ্বার করে হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।

পানছড়ি থানার ওসি তদন্ত মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন