খাগড়াছড়িতে পুলিশসহ নতুন ৮ জনের করোনা পজেটিভ

মোট আক্রান্ত ৮৬ জন

NewsDetails_01

খাগড়াছড়িতে জ্যামিতিক হারে বাড়ছে করোনা পজেটিভ আক্রান্তের সংখ্যা। আজ রোববার (১৪ জুন) সন্ধ্যা পর্যন্ত ৫ পুলিশ সদস্যসহ ৮ জন নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে।

NewsDetails_03

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, রোববার নতুন শনাক্ত হওয়া ৮ জনের মধ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে ৫ জন, জেলা কারাগারে ১ জন এবং জেলা সদরের পল্টনজয় পাড়ায় ২ জন রয়েছে।

প্রসঙ্গত, খাগড়াছড়িতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৫ জন। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন। জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রস্তুত রাখা হয়েছে ৮০ বেডের আইসোলেশন সেন্টার।

আরও পড়ুন