মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রবীণ চন্দ্র চাকমা বলেন, এ হামলায় প্রমাণ করে দেশে অগণতান্ত্রিক সরকারের রাজত্ব চলছে। তাঁর ওপর হামলার সময় প্রশাসনের নির্লিপ্ততা দেশের জনগণকে শঙ্কিত করে তুলেছে উল্লেখ করে ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতা আনতে রাষ্ট্রের প্রতি অনুরোধ জানান।
বিক্ষোভ মিছিলে বাধার বিষয়ে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, ৩০ জুন পর্যন্ত জেলার উন্মুক্ত স্থানে মিছিল সমাবেশে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় বিএনপি’র মিছিল বের হতে দেয়া হয়নি। বিএনপি প্রশাসনিক ভাবে কোন অনুমতি নেয়নি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি কংচাইরী মাষ্টার, মোসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, আব্দুর রব রাজা, সহ দপ্তর সম্পাদক আবু তালেব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল প্রমূখ।