প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাস থেকে আনন্দ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন নেতাকর্মীরা।
কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল বাহার ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।