খাগড়াছড়িতে প্রবেশ ও বাহিরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি

NewsDetails_01

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত খাগড়াছড়ি জেলা শহরের প্রবেশ মুখ ও বের হওয়ার সড়ক জিরো মাইলে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।

আজ মঙ্গলবার (৭এপ্রিল) বিকেলে খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এ নিষেধাজ্ঞা জারি করেন। শুধুমাত্র জরুরী সেবাদানকারী পরিবহণ এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

NewsDetails_03

জানা যায়, দিন দিন করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় কঠোর অবস্থানে খাগড়াছড়ির প্রশাসন। জরুরী প্রয়োজন ছাড়া ঘোরাফেরার দায়ে প্রতিনিয়ত করা হচ্ছে অর্থদন্ড। জেলার প্রত্যেক উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জনগণকে সচেতন করার পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে দন্ড দেয়া হচ্ছে।

এর আগে, গত সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সন্ধ্যা ৭ থেকে সকাল ৬টা পর্যন্ত শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন