খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে ১৬ লক্ষাধিক টাকার অনুদান বিতরণ

purabi burmese market

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত “বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে সফটস্কিল প্রশিক্ষণার্থীদের মাঝে পেশার মান উন্নয়নে অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৯জুন) সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি উপজেলা পরিষদ ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানে নির্বাহী অফিসার জেসমিন আক্তার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

অনুদান বিতরণকালে বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সক্ষম ব্যক্তিদের আয় বৃদ্ধিতে সহায়তা দিতে সরকার পেশা ভিত্তিক প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও ঋণ প্রদান কর্মসূচি বাস্তবায়ন করেছে।

এ সময় “বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে ৯০ জন পেশা ভিক্তিক প্রশিক্ষণার্থী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রত্যককে ১৮ হাজার টাকা করে মোট ১৬ লাখ ২০হাজার বিতরণ করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জসীম উদ্দিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রোকেয়া বেগম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাশ এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।