পাহাড় টিলায় করবো চাষ-উৎপাদন করবো বার মাস এ শ্লোগানে খাগড়াছড়িতে ফলদ বাগান মালিক সমিতি ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে খাগড়াছড়ি মহাজন পাড়াস্থ একটি বেসরকারী রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য এবং সংগঠনের সভাপতি সাথোয়াই প্রু মারমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত যুগ্ম-সচিব উক্য জেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতি উপদেষ্টা ও পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অনিমেষ চাকমা রিংকু, উপদেষ্ঠা আব্দুর রাজ্জাক, সমিতির সাধারণ সম্পাদক ডাঃ জগৎ জীবন চাকমা, ইক্ষু গবেষনা ইনষ্টিটিউট এর জেলা কর্মকতা দিবাকর চাকমা।এসময় সমিতির সদস্য ও সার, কীট নাশক কোম্পানীর প্রতিনিধি ও পরিবেশকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, খাগড়াছড়ির আম এখন স্থানীয় চাহিদা মিটিয়ে সারাদের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। বক্তারা আরো বলেন, খাগড়াছড়ি উৎপাদিত ফল সহজে বাজার জাত,পরিবহন ব্যবস্থাসহ সকল ধরনের প্রতিবন্ধকতা দূর করার জন্য বাগান মালিকরা ২০১৬ সালে এ সমিতি গঠন করে। সমিতির বর্তমান সদস্য ১’শ ১৩ জন।