খাগড়াছড়িতে ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন করলেন মংসুইপ্রু চৌধুরী অপু

NewsDetails_01

দীর্ঘ একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশের ক্রিকেটকে বৈশ্বিক উচ্চতায় উপনীত করেছে। বাংলাদেশের ক্রিকেট এখন দ্রুত খেলাধুলায় জায়ান্ট রাষ্ট্রগুলোকে প্রতিনিয়ত চমকে দিচ্ছে। সে ধারাবাহিকতায় নারী ফুটবল ও নারী ক্রিকেটও সমানতালে এগিয়ে যাচ্ছে। গত এক দশকে প্রধানমন্ত্রী সুচারু নির্দেশনায় পাহাড়ের ছেলেমেয়েরাও খেলাধুলায় অসামান্য মেধার স্বাক্ষর রাখছে। বিশেষ করে সাফ ফুটবলে খাগড়াছড়ি আনাই-আনুচিং এবং মনিকা পাহাড়ি জেলা খাগড়াছড়িকে দেশের বাইরেও পরিচিতি এনে দিয়েছে। তাই ক্রীড়াঙ্গনের আলোয় খাগড়াছড়িকে আলোকিত করা এখনই সময়। সেই অগ্রগতিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ক্রীড়া মেধা বিকাশে সর্বশক্তি নিয়োগ করবে।

আজ মঙ্গলবার খাগড়াছড়ি স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক কর্মসূচির অংশ হিশেবে জেলা ক্রীড়া অফিস’র উদ্যোগে আয়োজিত পাঁচ দিনের অনুর্ধ্ব ১৫ খেলোয়ারদের প্রশিক্ষণ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়াম্যান মংসুইপ্রু চৌধুরী অপু এসব কথা বলেন।

NewsDetails_03

পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা ক্রীড়া বিভাগের আহ্বায়ক মেমং মারমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থা’র সহ-সভাপতি মো: শানে আলম এবং জেলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক জুয়েল চাকমা।

এসময় জেলা ক্রীড়া অফিসার মো: আফাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থা’র অতিরিক্ত সা: সম্পাদক ধুমকেতু মারমা, সহ-সা: সম্পাদক বৈরীমিত্র চাকমা, ক্রীড়া প্রশিক্ষক ক্যহলাইচাই চৌধুরী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক বিশ্বজিত রায়দাশসহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্যরা রঙিন বেলুন উড়িয়ে প্রশিক্ষ কার্যক্রমের উদ্বোধন করেন।

আরও পড়ুন