খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ অনুষ্ঠান পালিত
খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৭মার্চ) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিবসের আনুষ্ঠানিকতা করেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
পরে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের কেক কাটেন। এসময় পার্বত্য চট্টগ্রাম আসনের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ জেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে,মুজিব শতবর্ষ উপলক্ষে গুইমারা রিজিয়নের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। গুইমারা কলেজিয়েট স্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিজিয়নের মুশফিক হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে মুজিব জন্ম শতবর্ষের আলোচনা সভায় গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।