খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হচ্ছে।
আজ শুক্রবার (১০জানুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সমানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রণ বিক্রম ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুর আড়াইটায় সারাদেশের সাথে মিল রেখে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ক্ষণগণনা উদ্বোধন অনুষ্ঠান সম্প্রচার দেখানোর কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।