খাগড়াছড়িতে বজ্রপাতে প্রান হারালেন ২ জন

purabi burmese market

খাগড়াছড়িতে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (০৩ জুন) দুপুরে খাগড়াছড়ি সদরের ভুয়াছড়ি ও মাটিরাঙার গোমতীতে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু ঘটে। এসময় বজ্রপাতে ২টি গবাদিপশু মারা যায়। নিহতরা হলেন, খাগড়াছড়ি জেলা সদরের ভূয়াছড়ি এলাকার বাসিন্দা রমজান আলী (৫২) ও মাটিরাঙ্গার গুমতি ইউনিয়নের বাসিন্দা আদম আলী (৪০)।

স্থানীয় সূত্রগুলো জানায়, বুধবার বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের ভূয়াছড়িতে নিজ ঘরের বারান্দায় বসা ছিলেন রমজান আলী। এসময় আকস্মিক বজ্রপাতে তিনি অজ্ঞান হয়ে যান। তাৎক্ষণিক খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রমজান আলী পেশায় একজন দিন মজুর।

অপরদিকে দুপুরে মাটিরাঙ্গার গুমতি ইউনিয়নের রত্নাটিলা এলাকায় আকস্মিক বজ্রপাতে প্রাণ হারিয়েছেন কৃষক মো. আদম আলী (৪০)।

মাটিরাঙ্গার গোমতি ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন জানান, আদম আলী নিজের জমিতে কাজ করছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতে তিনি পড়ে গেলে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।