খাগড়াছড়ি জেলা সদরের ভাইবোনছড়া ও বটতলী এলাকায় বজ্রপাতে মা ছেলেসহ ৩জন নিহত হয়েছেন। শনিবার বেলা দেড়টা’র সময় বজ্রপাতে জেলা সদরের ভাইবোনছড়ার মারমা সংসদ এলাকায় নাইম্যচং মার্মা(৪৩) ও তাঁর ছেলে থোয়াইপ্র“ মার্মা(২০) এবং বটতলী এলাকায় সানু মার্মা নামে তিনজন নিহত হয়। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বজ্রপাতে তিন জন নিহত হয়েছে। ভাইবোন ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা জানান, মার্মা সংসদ এলাকায় নিজ বাড়িতে বসে দুপুরের খাবার খাওয়ার সময় বজ্রপাতে মা ছেলের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষনিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।