খাগড়াছড়িতে বাঙ্গালী ছাত্র পরিষদের বিক্ষোভ

পাকুয়াখালী হত্যাকান্ডের ২৩ বছর

purabi burmese market

দীর্ঘ ২৩ বছরেও রাঙ্গামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীতে ৩৫ বাঙ্গালী কাঠুরিয়াকে হত্যার বিচার না হওয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সামনে থেকে কথিত শান্তিবাহিনীর তৎকালীন প্রধান সন্তু লারমাসহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পাকুয়াখালী হত্যাকান্ডের ঘটনায় প্রাণে রক্ষা পাওয়া কাঠুরিয়া মো. ইউনুছ ও প্রত্যক্ষদর্শী মো. হাকিম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, সরকার দীর্ঘ ২৩ বছরেও নিরহ ৩৫ কাঠুরিয়াকে হত্যার বিচার না কথিত শান্তিবাহিনীর সন্ত্রাসীদের পুনর্বাসন করেছে। অবিলম্বে হত্যাকারীদের প্রধান সন্তু লারমাসহ অন্যান্যদের বিচারের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারী দেয় বাঙ্গালী ছাত্র পরিষদের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙ্গামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীতে ৩৫ বাঙ্গালী কাঠুরিয়াকে আটকে রেখে হত্যা করা হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।