খাগড়াছড়িতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

NewsDetails_01

খাগড়াছড়িতে বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে খাগড়াছড়ি সদর হাসপাতালে। এনিয়ে এক সপ্তাহে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে খাগড়াছড়ি জেলায়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়ন ময় ত্রিপুরা জানান, আক্রান্ত সকল রোগীই ঢাকা থেকে এসেছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় আলাদা একটি ওয়ার্ডে তাদের হস্তান্তর করা হচ্ছে। তবে হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়েছে রোগী ও স্বজনেরা।

আরও পড়ুন