বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন। বক্তারা অভিযোগ করে বলেন, নির্বাচনে পরাজয়ের ভয়ে সরকার খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে আদালতের মাধ্যমে একের পর এক ফরমায়েশি রায় দিচ্ছে। দেশের জনগণ খালেদা জিয়াকে কারাগারে রেখে ষড়যন্ত্রের নির্বাচনে সাড়া দিবে না। অবিলম্বে খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে ২১ শে আগস্ট গ্রেনেড মামলার রায় বাতিলের দাবি জানান।