বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিচারিক কার্যক্রম কারাগারে হস্তান্তরের প্রতিবাদে ও নি:শর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে জেলা শহরের কলাবাগান এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ও ছাত্রদল সভাপতি শাহেদ সুমন বক্তৃতা করেন।
বক্তারা অভিযোগ করে বলেন, কারাগারের ভেতরে বিচারিক কার্যক্রম পরিচালনা করে অবৈধ সরকার তাদের স্বৈরাচারী মনোভাবের প্রমাণ দিয়েছে। অবিলম্বে খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা না হলে দেশে তীব্র আন্দোলন শুরু হবে বলেও হুশিয়ারী দেন বক্তারা।