জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ৪জনের রায়ের প্রতিবাদে খাগড়াছড়িতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেব মানবন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। আজ বুধবার বেলা ১১টায় খাগড়াছড়ি সদরের ভাঙ্গাব্রীজ এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা বিএনপির সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
আদালতকে আওয়ামীলীগ নিজেদের খেয়াল খুশিতে চালাচ্ছে বলে অভিযোগ তুলে বক্তারা বলেন, পরিত্যক্ত কারাগারকে আদালতে রূপান্তর করে অবৈধ সরকার খালেদা জিয়ার বিভিন্ন মামলার বিচারিক কার্যক্রম চালাচ্ছে। যেটি সম্পূর্ণ বেআইনী। অবিলম্বে খালেদা জিয়াকে সকল মিথ্যা মামলার সাজা থেকে মুক্তির আহবান জানান নেতাকর্মীরা।