খাগড়াছড়িতে বিদ্যুৎ স্পৃষ্টে বাবা ছেলের মৃত্যু

purabi burmese market

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে বাবা ছেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় পানছড়ির দক্ষিণ লতিবান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন,দক্ষিণ লতিবানের মৃত নবীন চন্দ্র চাকমার ছেলে প্রমিথ বিকাশ চাকমা (৬৫) ও তার ছেলে তসিম চাকমা।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় বাড়ির পাশে পুকুরে হাসের ঘর মেরামত করতে নামে বাবা ছেলে। এ সময় পুকুরে বিদ্যুৎ স্পৃষ্টে বাবা ছেলের মৃত্যু ঘটে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।