খাগড়াছড়িতে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস

NewsDetails_01

খাগড়াছড়িতে মাদক বিরোধী অভিযানে জব্দ হওয়া ৫ শ’ লিটার চোলাই মদ ও ৮ কেজি গাঁজা ধ্বংস করেছে পুলিশ। রোববার সকালে পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান ও খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটোর উপস্থিতে থানা প্রাঙ্গণে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।এ সময় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো ট্রলারেন্সের কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে ।খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো জানান, আদালতের নির্দেশে মাদক বিরোধী অভিযানের তিন মামলায় জব্দকৃত ৫ শ লিটার চোলাই মদ ও ৮ কেজি গাঁজা ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন