শোভাযাত্রায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন, খাগড়াছড়ি পর্যটন বিভাগের আহব্বায়ক ও পার্বত্য জেলা পরিষদ সদস্যা নিগার সুলতানা, পার্বত্য জেলা পরিষদ সদস্যা শতরূপা চাকমা, খাগড়াছড়ি পর্যটন মোটেলের ব্যবস্থাপক ইদ্রিছ তালুকদার প্রমুখ।
খাগড়াছড়িতে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের নিজস্ব পোষাক পরিচ্ছদ পরিধান করে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।