খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস পালিত

purabi burmese market

“ভবিষ্যতের উন্নয়নে কাজের সুযোগ পর্যটনে” স্লোগানে খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

এই উপলক্ষে আজ শুক্রবার (২৭সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় সিভিল সার্জন ডা. ইদ্রিছ মিঞা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসান বক্তব্য রাখেন।

পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের যথাযথ ব্যবহার করে পর্যটন সেক্টরের উন্নয়ন করা গেলে স্থানীয় পর্যায়ে সমৃদ্ধি আসবে। সে লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার পাশাপাশি স্থিতিশীল পরিবেশ বজায় রাখার আহ্বান জানান বক্তারা।

শোভাযাত্রায় খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ সন্তোষ ধামেই, পর্যটন মোটেলের ইউনিট ব্যবস্থাপক একেএম রফিকুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।