খাগড়াছড়ির চেঙ্গী নদীতে বৈসাবির ফুল ভাসাতে গিয়ে পানিতে ডুবে অভিদান চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে খাগড়াছড়ি পৌর শহরের উত্তর খবংপুড়িয়ার বিনোদ বিহারি চাকমার পুত্র।
কিশোরের এমন মৃত্যুতে পরিবারে বৈসাবি উৎসবের পরিবর্তে শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে অভিদান চাকমা নদীতে ফুল ভাসাতে চেঙ্গী নদীতে গিয়েছিলেন। নদীতে বিপুল সংখ্যক মানুষের ভিড়ে অভিদান চাকমা পানিতে ডুবে গেলেও কেউ টের পায়নি। এক পর্যায়ে এক ব্যক্তির পায়ের সাথে লেগে নদীতে তার দেহ ভেসে ওঠে।
এ সময় স্থানীয়রা কিশোরটিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।