খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা

NewsDetails_01

খাগড়াছড়িতে নানা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রবারণা পূর্ণিমা পালন করছে। আজ রোববার ভোর থেকে বিহার গুলোতে শুরু হয় প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা। বুদ্ধ পূজা, সংঘ দান, পঞ্চশীল গ্রহণ, অষ্ট পরিস্কার দানসহ নানা ধর্মীয় রীতি পালন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

NewsDetails_03

তিন মাসের বর্ষাব্রত শেষে প্রবারণা তিথিতে বৌদ্ধ ভিক্ষুরা বিহার থেকে বের হন। আগামীকাল থেকে বিহারে বিহারে চলবে মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব।
আজ সন্ধ্যায় আকাশ প্রদীপ প্রজ্জলনের পাশাপাশি মারমা জনগোষ্ঠীরা চেঙ্গী নদীতে ওয়াগ্যো প্যোয় উৎসব পালন করবে। নদীতে মাঙ্গলিক নৌকা ভাসানো হবে।

আরও পড়ুন