খাগড়াছড়ির মানিকছড়িতে ভূমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে।
বুধবার (১৪ জুলাই) সকালে মানিকছড়ির সাপমারার নোনাবিল এলাকায় এ ঘটনা ঘটে। এতে আব্দুল হালিম ও তার দুই ছেলে রাকিবুল ইসলাম ও রিফাত ইসলাম আহত হয়। আহতদের মধ্যে দুই জনকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কৃষি জমির সীমানা বিরোধ নিয়ে প্রতিবেশী পূর্ণ কুমার ত্রিপুরা ও আব্দুল হালিমের বিরোধ চলছিল। বুধবার সকালে জমিতে বীজ লাগানোর সীমানা নির্ধারণে কথা কাটাকাটির একপর্যায়ে পূর্ণ কুমার ত্রিপুরা ও তার ছেলে মিলে কাঁচি ও কোদাল দিয়ে আব্দুল হালিমদের ওপর হামলা চালায়।
মানিকছড়ি থানার ওসি শাহনুর আলম বলেন, স্থানীয় আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থা গুরুত্বর হওয়া দুইজনকে চট্টগ্রামের প্রেরণ করা হয়। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলছে।