খাগড়াছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

NewsDetails_01

খাগড়াছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। রোববার দিবসের প্রথম প্রত্যুষে জেলা শহরের মাইনী ভ্যালীস্থ শহীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা মুক্তিযোদ্ধা রইছ উদ্দিন। এরপর ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্ত পুনর্বাসন বিষয়ক ট্রাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) যতীন্দ্র লাল ত্রিপুরা, সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহম্মদ খান, খাগড়াছড়ি পৌরসভা মেয়র রফিকুল আলম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমাসহ বিভিন্ন সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরবর্তীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন জানাতে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
সকাল ৮টা থেকে জেলা প্রশাসনের আয়োজনে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন