জেলা প্রশাসক মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান, পৌর মেয়র রফিুকল আলম ও খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর রফিকুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা সভায়, দূর্গা পূজাকে ঘিরে মন্ডপগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত, নদ-নদী রক্ষার্থে দখলমুক্ত অভিযান পরিচালনা এবং জেলার আভ্যন্তরীণ ও আঞ্চলিক সড়ক প্রশস্ত ও ঝুঁকিপূর্ণ বাক সম্প্রসারণের সিদ্ধান্ত গৃহীত হয়।