খাগড়াছড়িতে যুব রেডদের ৬দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

NewsDetails_01

খাগড়াছড়িতে যুব রেডদের কর্মশালা শুরু
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিট ও যুব রেড ক্রিসেন্ট বিভাগের যৌথ উদ্যোগে রামগড় ও মানিকছড়ির যুব রেডদের নিয়ে ৬দিন ব্যাপি প্রাথমিক চিকিৎসা, অনুসন্ধান ও উদ্ধার-তৎপরতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
শুরু হয়েছে।
শুক্রবার সকালে স্কাউট ভবনের হলরুমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট জসীম উদ্দিন মজুমদার। কর্মশালায় বক্তব্য রাখেন, ইউনিটের সদস্য আবুল কাসেম, সদস্য ও খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, ইসমাইল হোসেন, ইউনিট অফিসার আব্দুল মান্নান, ইকো সেক প্রকল্পের প্রোগ্রাম অফিসার আব্দুল গণি মজুমদার, জেলা যুব রেড ইউনিটের যুব প্রধান মো: জহিরুল ইসলাম প্রমুখ।
উদ্বোধকের বক্তব্যে এডভোকেট জসীম উদ্দিন মজুমদার বলেন, ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের বর্তমান পর্যন্ত সকল অর্জনে যুবদের অংশগ্রহণ অনস্বীকার্য। যুবরা বাংলাদেশের চালিকাশক্তি। আপনাদের(প্রশিক্ষণার্থী)
মূল্যবান সময় ব্যয় করে যে প্রশিক্ষণ নিতে ব্রত হয়েছেন তা সমাজে প্রতিফলিত হবে বলে আমি মনে করি।
কর্মশালায় রামগড় ও মানিকছড়ি উপজেলার ৩০জন যুব অংশগ্রহণ করে। আগামী ১২ এপ্রিল শেষ হবে ৬দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার।

আরও পড়ুন