খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরের আকাশপুরী সংলগ্ন হৃদি প্লাজার ৩য় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে একটি এলজি ও ১টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস্যরা।
গত সোমবার (১১ মার্চ) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা উপজেলা সদর আকাশপুরী এলাকার হৃদি প্লাজার ৩য় তলায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে পুরো এলাকায় জনচলাচল বন্ধ করে সাঁড়াশি অভিযান চালিয়ে রুমের ভিতর ইটের নিচে লুকিয়ে রাখা ১টি এলজি ও ১টি বিদেশি পিস্তল উদ্ধার করে যৌথবাহিনী।
১৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে যৌথ অভিযান অব্যাহত থাকবে।