সভায় ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধান অতিথি ছিলেন। এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন ও চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ধর্মীয় অনুশাসন ও আচার রীতি শিখতে ধর্মীয় প্রতিষ্ঠানের বিকল্প নেই। প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে প্রতিটি মানুষকে ধর্মীয় শিক্ষা শেখা অপরিহার্য উল্লেখ করে অদূর ভবিষ্যতে পাহাড়ের এই সেবাশ্রম পূণ্যার্থীদের তীর্থভূমিতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।