খাগড়াছড়িতে রোববার ফের সড়ক অবরোধের ডাক ইউপিডিএফ’র

পাহাড়ে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) সংগঠক মিঠুন চাকমার শেষকৃত্যে সাংগঠনিক ভাবে শ্রদ্ধা জানাতে বাধা এবং হত্যাকান্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে ইউপিডিএফর ডাকা প্রথম দিনের সড়ক অবরোধ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে। কাল রোববার ফের সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি। ইউপিডিএফ’র মুখপাত্র নিরন চাকমা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার সকাল ১০টায় খাগড়াছড়ি শহরের প্রবেশমুখ চেঙ্গী ব্রীজ এলাকায় পিকেটিং করার সময় পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পিকেটারদের ছোঁড়া ইটপাটকেলে এএসআই আবুল হোসেন-সহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া জেলা সদরের ছয় মাইল এলাকায় মোটরসাইকেলে অগ্নিসংযোগ, মৎস ভবনের সামনে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা ভাংচুর করে পিকেটাররা।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন জানান, সড়ক অবরোধ চলাকালে জেলার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। চেঙ্গী স্কোয়ার এলাকায় পুলিশের ওপর পিকেটাররা গুলতি, ইটপাটকেল নিক্ষেপ করেছে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা টহলে ছিল। হঠাৎ করে সড়ক অবরোধ দেয়ায় খাগড়াছড়িতে ঘুরতে আসা পর্যটকসহ দূরপাল্লার অনেক যাত্রী দূর্ভোগে পড়েছেন। অপরদিকে, বিনা উস্কানীতে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে রোববার ফের সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনগুলো।
ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা জানান, মিঠুন চাকমা হত্যার প্রতিবাদ জানাতে গিয়ে গণতান্ত্রিক কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর উস্কানীমূলক আচরণের প্রতিবাদে রোববারও খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ পালন করা হবে। এছাড়া ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমার হত্যাকারীদের খোঁজে বের করা আহবান জানান।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, মিঠুন চাকমা হত্যাকান্ডের ঘটনায় এখনও কোন অভিযোগ আসেনি।
গত ৩ জানুয়ারী খাগড়াছড়ি সদর প্রতিপক্ষের গুলিতে খুন হন ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা। গতকাল দুপুরে সাংগঠনিক ভাবে তাকে শেষ শ্রদ্ধা জানাতে মিঠুনের লাশ স্বণির্ভর এলাকার অফিসে নিতে চাইলে প্রশাসন তাতে বাধা দেয়। এর প্রতিবাদে শনিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন