খাগড়াছড়িতে র‌্যাব পরিচয়ে ইউনিয়ন ছাত্রদল সম্পাদককে তুলে নেয়ার অভিযোগ

NewsDetails_01

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় র‌্যাব-৭ এর পরিচয়ে মো.মাসুদ নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নেয়ার অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার বাড়ি থেকে তাকে তুলে নেয়া যাওয়া হয়। মাসুদ গচ্ছাবিল এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে এবং পেশায় একজন সব্জী বিক্রেতা। এছাড়া মাসুদ মানিকছড়ি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

NewsDetails_03

এই নেতার স্বজনরা জানান, গত সোমবার বিকেলে সিভিল পোশাকে কয়েকজন এসে নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে মাসুদকে সাথে করে নিয়ে যায়। কোন অভিযোগ ছাড়া তাকে তুলে নিয়ে যাওয়ায় আতঙ্কের মধ্যে দিন কাটছে স্বজন ও স্থানীয়দের।

এ বিষয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, মাসুদের বিরুদ্ধে স্থানীয় থানায় কোন অভিযোগ নেই। আর তাদের কাছে র‌্যাবের অভিযান সম্পর্কে কোন তথ্য ছিল না। স্বজনদের কাছ থেকে শুনে র‌্যাব-৭ এর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলেও জানানো হয়, তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে মাসুদকে তাদের হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা সেটি র‌্যাব নিশ্চিত করেনি।

আরও পড়ুন