খাগড়াছড়িতে শনাক্ত হওয়া ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল : সিভিল সার্জন

NewsDetails_01

খাগড়াছড়িতে প্রথম শনাক্ত হওয়া করোনা পজেটিভ ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।

সিভিল সার্জন জানান, নারায়ণগঞ্জ ফেরত দীঘিনালার এ ব্যক্তির শরীরে এখনও পর্যন্ত করোনার কোন উপসর্গ নেই, তিনি স্বাভাবিক আছেন। তবুও রিপোর্ট পজেটিভ আসার পর তাকে অন্যদের থেকে আলাদা রেখে পর্যাবেক্ষণ করা হচ্ছে। দীঘিনালার কামুক্কাছড়া উচ্চ বিদ্যালয়ে তার সাথে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ১৪ জনের কাছ থেকে
আজ বৃহস্পতিবার (৩০এপ্রিল) সকালে নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হচ্ছে।

NewsDetails_03

প্রসঙ্গত, করোনার সংক্রামণের ৫২ তম দিনে খাগড়াছড়ি জেলায় প্রথম করোনা পজেটিভ শনাক্ত হয় গতকাল বুধবার। গত ১৮ এপ্রিল সে নারায়ণগঞ্জ থেকে খাগড়াছড়ি আসে। ২২ এপ্রিল ৪ জনের নমুনা সংগ্রহ করে টেস্টে পাঠানো হয় তার মধ্যে একজনের পজেটিভ বাকীদের নেগেটিভ।

খাগড়াছড়িতে প্রবেশের সময় আক্রান্ত ব্যক্তিসহ অন্যান্যরা নারায়ণগঞ্জ ফেরত তথ্য গোপন রেখে প্রবেশ করে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ।

আরও পড়ুন