খাগড়াছড়িতে শিক্ষকদের মানববন্ধন

NewsDetails_01

খাগড়াছড়িতে শিক্ষকদের মানববন্ধন
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা ও শিক্ষকদের নিরাপদ কর্মস্থানের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) খাগড়াছড়ি শাখার উদ্যোগে আজ বুধবার সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে স্বাশিপ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আমজাদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।
বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। সে শিক্ষকরা তাদের পরিবার পরিজন নিয়ে অর্থ কষ্টে দিনযাপন করছে। দ্রব্যমূল্যের উধ্বগতির সাথে মিল রেখে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা বার্ষিক ৫% প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা প্রদানের দাবি জানান বক্তারা।

আরও পড়ুন