খাগড়াছড়িতে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় গ্রেপ্তার ১

NewsDetails_01

খাগড়াছড়িতে শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় সাদ্দাম হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে জেলা সদরের মাইসছড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাদ্দাম হোসেন একই এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে।

NewsDetails_03

মামলার এজহারে জানা যায়,গত ২১ জানুয়ারী বিকেলে জেলা সদরের শালবন রসুলপুর গ্রামের বাড়ির পাশের জঙ্গলে লাকড়ী নিতে গেলে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত যুবক। ওই সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে সাদ্দাম হোসেন পালিয়ে যায়। পরে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাকে আটক করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহম্মদ রশিদ জানান,মামলা দায়ের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাইসছড়ি থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন