খাগড়াছড়ি জেলা সদরে অসহায় হতদরিদ্র শীতার্থ মানুষের মাঝে ব্যাক্তি উদ্যোগে কম্বল বিতরণ করেছেন খাগড়াছড়ি সদর ইউ.পি চেয়ারম্যান আম্যে মারমা। বুধবার সকালের দিকে খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের সময় ১নং খাগড়াছড়ি সদর ইউ.পি’র চেয়ারম্যান আম্যে মারমার সাথে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্ঞান দত্ত ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী বাহার, স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীসহ সদর ইউনিয়ন পরিষদ’র সকল সদস্য ও সদস্যাবৃন্দ।
ব্যাক্তি উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ প্রসঙ্গে আম্যে মারমা বলেন, মানবিক দায়িত্ব থেকেই আমি সাধ্য মতে শীতার্তদের পাশে দাড়ানোর চেষ্ঠা করছি, ভবিষ্যতেও আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।