খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ’র কর্মী নিহত
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের কর্মী ধর্মজয় চাকমা নিহত হয়েছে। সকালে দীঘিনালা উপজেলার হাজা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ধর্মজয় ত্রিপুরা একই এলাকার সুখীচরণ ত্রিপুরার ছেলে।
ইউপিডিএফ প্রসীত গ্রুপের সংগঠক অংগ্য মারমা জানান, সকালে বাড়ির সামনে দুর্বৃত্তরা ধর্মজয় ত্রিপুরাকে গুলি করে পালিয়ে যায়। প্রতিপক্ষের সশস্ত্র সংগঠন এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে গিয়েছে। আঞ্চলিক রাজনীতির দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।