রমেল চাকমা, ইতি চাকমা ও ছাদেকুল হত্যার ন্যায় বিচারের দাবিতে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ করেছে বাসদ সমর্থিত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। রোববার বিকেলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খাগড়াছড়ি শাখার ব্যানারে শাপলা চত্ত্বর হতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের খাগড়াছড়ি শাখার সভাপতি কবির হোসেন, সাধারণ অরিন্দম কৃষ্ণ দে, সদস্য নাজির হোসেন,স্বাগতম চাকমা প্রমুখ।
বক্তারা, রাঙামাটির নানিয়ারচরে নিরাপত্তাবাহিনীর নির্যাতনে নিহত রমেল চাকমা, খাগড়াছড়িতে নিজ বাসায় খুন হওয়া কলেজ ছাত্রী ইতি চাকমা ও অজ্ঞাত সন্ত্রাসী কর্তৃক খাগড়াছড়ির মহালছড়িতে খুন হওয়া মোটরসাইকেল চালক ছাদেকুল ইসলামের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম সহ সারাদেশে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের করা নির্যাতন বন্ধ করতে সরকারের সুদৃষ্টি কামনা করেন।