খাগড়াছড়ি প্রতিদিন ডটকম সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে জেলা শহরের মনপুরা এলাকায় এঘটনা ঘটে। বাড়ির দু’টি রুমের কয়েকটি আলমারী ভেঙ্গে স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ মূল্যবান মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা। এসময় বাড়িতে কেউ ছিলেন না।
জসিম উদ্দিন মজুমদার বলেন, সকাল ১০টায় তিনি ও তার শিক্ষিকা স্ত্রী যার যার কাজে বের হন। দুপুর দেড়টার দিকে তার স্ত্রী বাড়ি ফিরে জিনিসপত্র এলোমেলো দেখে তাকে খবর দিলে তিনি বাড়িতে আসেন। বাড়িতে থাকা ৪-৫ ভরি স্বর্ণালঙ্কার, আনুমানিক পঞ্চাশ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে।
খবর পেয়ে খাগড়াছড়ি সদর থানার উপ পরিদর্শক মো: সাদেকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।