খাগড়াছড়িতে সাবেক পিসিপি নেতা গুলিবিদ্ধ

NewsDetails_01

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক নেতা উষা মারমা দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছে। আজ শনিবার (১৮জুলাই) সকালে লক্ষ্মীছড়ির শিলাছড়ি তংতুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চায়ের দোকানে বসে উষা মারমা কথা বলছিলেন। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়।

NewsDetails_03

লক্ষ্মীছড়ি থানার ওসি হুমায়ুন কবীর জানান, আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ যুবক দীর্ঘদিন সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সমর্থিত পিসিপি সংগঠনের সাথে জড়িত ছিল।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ইউপিডিএফ।

আরও পড়ুন