খাগড়াছড়িতে সেনা সদস্যদের নিজস্ব রেশন বাঁচিয়ে করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
আজ শুক্রবার (১৫ মে) সকালে চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওজি’র সার্বিক নির্দেশনায় খাগড়াছড়ি রিজিয়নের নিয়ন্ত্রণাধীন দীঘিনালা জোনের উদ্যোগে ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
দীঘিনালা জোনের অধিনায়ক লে. কর্ণেল আদনান কবির ধনপাতা ছড়া, জারুলছড়ি, বড়ুয়াপাড়া ও সাধন কুমার কার্বারী পাড়ার ত্রাণ বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন।