খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা

মহামারি করোনা সংকটময় এ সময়েও পার্বত্য চট্টগ্রামের হত-দরিদ্র মানুষের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনেরও জিওসি’র সার্বিক ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ও দীঘিনালা জোনের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

দীঘিনালা জোনের আওতাধীন নৌকাছড়া, তেভাংছড়া ও চৌংড়াছড়ি গুচ্ছগ্রাম সহ আশপাশের বিভিন্ন এলাকার শতাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

NewsDetails_03

এ সময় সেনা কর্মকর্তারা বলেন, করোনার পরিস্থিতিতে পাহাড়ের কোন মানুষ যেন অনাহারে না থাকে সে লক্ষে দূর্গম এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে সেনাবাহিনী মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে। ভবিষ্যতেও নিরাপত্তার পাশাপাশি যেকোন সংকট মোকাবেলায় সে ধারা অব্যাহত থাকবে বলেও জানান।

বিতরণ করা খাদ্য সামগ্রীর চাল, ডাল, পেয়াজ, আটা, তেল, আলু বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। যে পেয়ে খুশি পাহাড়ের হতদরিদ্র মানুষরা।

আরও পড়ুন