খাগড়াছড়িতে সোমবার অর্ধবেলা সড়ক অবরোধ

purabi burmese market

রাঙামাটির লংগদু ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার সময় রোববার সকালে দীঘিনালা থেকে আটক হওয়া দুই নেতার মুক্তির দাবিতে খাগড়াছড়ি জেলায় সোমবার অর্ধবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ।
রোববার সন্ধ্যায় পিসিপি খাগড়াছড়ি শাখার দপ্তর সম্পাদক সমর চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অর্ধবেলা সড়ক অবরোধের ডাক দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, লংগদু ঘটনার প্রতিবাদ করার সময় দীঘিনালা কলেজ গেইট এলাকা থেকে দীঘিনালা পিসিপি সভাপতি নিকেল চাকমা ও সাধারণ সম্পাদক জীবন চাকমাকে আটক করে নিরাপত্তা বাহিনী। আটককৃত নেতাদের মুক্তির দাবিতে সোমবার খাগড়াছড়ি জেলায় ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত অর্ধবেলা সড়ক অবরোধ কর্মসূচির ডাক দিয়ে শান্তিপূর্ণ ভাবে অবরোধ পালনে সকলের সহযোগীতা কামনা করা হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।