খাগড়াছড়িতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো স্বামী
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউপির নীলাধনপাড়ায় স্ত্রীকে হত্যা করেছে স্বামী। ঘটনার পর ঘাতক স্বামী দহ কুমার ত্রিপুরা’কে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (৯ই জুলাই) ভোর ৪টা ৪০ মিনিটে রনালী ত্রিপুরা (৪৬)কে তার স্বামী দহ কুমার ত্রিপুরা (৫০) নিজ বাড়িতে পারিবারিক কলহের জের ধরে দেশীয় অস্ত্র দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্র মতে জানা যায়, নিহত রনালী ত্রিপুরার ৫ জন সন্তান রয়েছে।
পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন ঘটনার সত্যা নিশ্চিত করে বলেন, আসামীকে বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। নিহতর লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।